আইফোন। অনেকেরই স্বপ্ন থাকে, হাতে থাকুক একটি অ্যাপেল ডিভাইস। তবে নতুন মডেলের আইফোন কেনা অনেকেরই সাধ্যের বাইরে থাকে। স্বপ্নপূরণ করার জন্য অনেকেই 'ইউজড' আইফোন কেনেন। কিন্তু ব্যবহার করা ফোন কিনতে গেলে, কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। কী কী দেখে কিনলে, আপনি ঠকবেন না। জেনে নিন একঝলকে।
লক স্ট্যাটাস
পুরনো আইফোন কিনতে গেলে সবার আগে ফোনটি চালিয়ে দেখে নেবেন লক কাজ করছে কিনা। যদি ফোনটি লক থাকে, তা হলে মাথায় রাখবেন, ফোনটি চুরি করাও হতে পারে। এই ধরনের বিক্রেতার কাছ থেকে ফোন কিনবেন না। যদি বিক্রেতা বলে, ব্যাটারি নেই, তাই ফোন খুলে দেখা যাবে না, বিশ্বাস করবেন না।
স্ক্রিন ইস্যু
আইফোনে স্ক্রিন ইস্যু বড় সমস্যা। আইফোন ১৫ প্রো ম্যাক্সে স্ট্যাটিক ইমেজ দেখা যায় না। অথবা ভিডিয়ো বা ছবিতে রঙের সমস্যাও হয়। কিছু মডেলে ব্যাকলাইট সমস্যাও থাকে। এগুলো দেখে নিয়ে তবেই পুরনো আইফোন কিনবেন।
ক্যামেরা
ক্যামেরা অ্যাপ খুলে প্রথমেই দেখে নেবেন, সব ফিচার্স কাজ করছে কিনা। ছবি তুলে, ভিডিয়ো রেকর্ড করে, বিভিন্ন ফিল্টার ব্যবহার করে দেখে নেবেন। রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরাও টেস্ট করে নেবেন।
রিপেয়ার
আগে কোনও রিপেয়ার হয়েছে কিনা তাও দেখে নেবে। যদি অ্যাপেলের অথরাইজড সার্ভিস প্রোভাইডারের থেকে রিপেয়ার হয়ে থাকে, তা হলে কিনতে পারেন। সার্ভিস হিস্ট্রিতে গিয়ে দেখেও নিতে পারেন।
আইফোনের ইনভয়েস
পুরনো আইফোন কেনার আগে বিক্রেতার কাছে অবশ্যই বিলটি চেয়ে নেবেন।