আরও সহজ হতে চলেছে যোগাযোগ। এবার মেসেঞ্জারের চ্যাটগ্রুপে ৫ হাজার জন ইউজারকে অ্যাড করা যাবে। ইউজারদের সুবিধার্থে এই নতুন ফিচার নিয়ে এল মেটা। কী ভাবে এই নতুন ফিচার ব্যবহার করা যাবে জেনে নেওয়া যাক।
আসলে মেসেঞ্জারে একটি ফিচার আনা হয়েছে, এটির নাম দেওয়া হয়েছে কমিউনিটিজ ফিচার। এটি হোয়াটসঅ্যাপে রয়েছে। এবার এই সুবিধা মিলবে মেসেঞ্জারেও যে কোনও ইউজার এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই চ্যাট গ্রুপ পরিচালনার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচারও চালু করা হয়েছে।
মেটার তরফে জানানো হয়েছে, মেসেঞ্জার ব্যবহার করলেই এই কমিউনিটিতে যোগ দেওয়া যাবে। ফেসবুক গ্রুপের থেকে বেশ আলাদা। ফেসবুক গ্রুপের সুবিধা না পাওয়া গেলেও মেসেঞ্জার কমিউনিটির সমস্ত মেসেজ সদস্যরা দেখতে পাবেন।