পুজোর প্যান্ডেল হপিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সন্ধে হলেই কলকাতা সহ একাধিক জেলায় মণ্ডপ দেখার জন্য ভিড় বাড়ছে। চতুর্থী থেকে ভিড় আরও বাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।
পুজো মানেই একদিকে যেমন সুন্দর পোশাক এবং মনের মতো সাজ গোজ করেন ঠিক তেমনই ডিজিট্যাল যুগে বেশ কিছু গ্যাজেটসও সঙ্গে রাখেন সকলে। পুজোর সময় কোন কোন গ্যাজেটস রাখা জরুরি?
মোবাইল ফোন- পুজোর প্যান্ডেল হপিংয়ের সময় অবশ্যই সঙ্গে মোবাইল রাখুন। কারণ প্রবল ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সঙ্গে মোবাইল ফোন রাখলে খুব সহজেই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পাওয়ার ব্যাঙ্ক- প্রতিমা দর্শনে গেলে অবশ্যই সঙ্গে রাখবেন একটি পাওয়ার ব্যাঙ্ক। কারণ ছবি তোলা, ম্যাপ দেখা, কথা বলা সহ বিভিন্ন কাজে মোবাইলের ব্যাটারি বেশি ক্ষয় হতে পারে। সেই কারণে পাওয়ার ব্যাঙ্ক রাখা জরুরি।
গো প্রো- যদি আপনি ব্লগার হন তাহলে অবশ্যই সঙ্গে রাখুন একটি গো প্রো। DSLR ক্যামেরা সাইজে তুলনামূলক অনেকটাই বড়। ফলে বহন করতে সমস্যা হতে পারে। সেই কারণে গো-প্রো. রাখা সঠিক সিদ্ধান্ত
ব্লুটুথ হেডফোন- ফোনে কথা বলার জন্য ব্লুটুথ হেডফোন এখন রাখা সেরা উপায়। ওয়ার হেডফোনের তার প্রবল ভিড়ে ছিঁড়ে যেতে পারে। কিন্তু ব্লুটুথ হেডফোনে সেই চিন্তা নেই। অন্যদিকে মাইক্রোফোন হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
সুতরাং প্যান্ডেল হপিংয়ে এই চারটি ডিভাইস সঙ্গে রাখুন। এর ফলে যেমন কাজের সুবিধা হবে তেমনই নিজের ব্যবহার করতেও সুবিধাও।