OnePlus 13R, যেটা OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। চিনে ইতিমধ্যে ফোনটি লঞ্চ করলেও বিশ্বের অন্য কোনও দেশে মুক্তি পায়নি ফোনটি। তবে আগামী বছরের শুরুর দিকেই লঞ্চ হতে পারে এই ফ্ল্যাগশিপ মডেলটি।
চলতি বছরের শুরুতেই লঞ্চ করেছিল Oneplus 12R। বাজেটের মধ্যে দাম থাকার ফলে ফোনটির চাহিদাও রয়েছে। 16GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ৪১ হাজার টাকা। এই ফোনটির সাকসেশর হিসেবেই বাজারে আসতে চলেছে Oneplus 13R।
চিনের পর বিশ্বব্যাপী ফোনটি লঞ্চ করা হবে। যদিও লঞ্চ ডেট এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে এখন থেকেই Oneplus লাভাররা জানতে চাইছেন কী কী ফিচার থাকতে চলেছে আপকামিং এই ফোনে।
সম্প্রতি Geekbench-এ একটি মডেলের কনফিগারেশন লিস্টিং করা হয়েছে। যার মডেল নম্বর Oneplus CPH2645। স্মার্টফোনের এই কনফিগারেশন লিস্টিং হওয়ার পর অনেকেই মনে করছেন Oneplus 13-এর কনফিগারেশন লিস্টিং করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে সংস্থার তরফে ২টি ফোন লঞ্চ করা হয়েছে। তার মধ্যে একটি ফ্ল্যাগশিপ ফোন এবং অন্য একটি তুলনামূলক কম দামের স্মার্টফোন।
Geekbench-এ যে মডেলটি লিস্টিং করা হয়েছে সেখানে একাধিক অত্যাধুনিক ফিচার অ্যাড করা হয়েছে। পাইনঅ্যাপল মাদার বোর্ড, Snapdragon 8 - থার্ড ডেনারেশন চিপসেট সহ প্রযুক্তিগত একাধিক ফিচার রয়েছে। যেহেতু পাইনঅ্যাপল মাদারবোর্ড রয়েছে সেই কারণেই অনেকের ধারণা এই মডিলটিই হতে চলেছে Oneplus 13R। যা অতি শীঘ্রই লঞ্চ করবে। এছাড়াও Android 15 এর উপর Oxygen OS 15-এর স্কিন দেওয়া হয়েছে।
লিস্টিং হওয়া ফোনটির পারফরম্যান্স টেস্টও করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সিঙ্গল কোর টেস্টে ২,২৩৮ স্কোর করে ফোনটি এবং মাল্টি কোর টেস্টে ৬৭৬১ স্কোর করে। যা Oneplus 12-এর পারফরম্যান্সের থেকে তুলনামূলক বেশি।
Oneplus-এর আগের জেনারেশনগুলির সঙ্গে তুলনা করলে Oneplus 13 এর কাটব্যাক ভার্সন 13R। মূলত কম দামে ফিচারে ঠাসা ফোন হিসেবে পরিচিত ছিল Oneplus 13। যেহেতু ওই মডেলটিতে তুলনামূলক পুরনো হার্ডওয়ার ব্যবহারকরা হয়েছিল সেই কারণে দাম ছিল পকেটফ্রেন্ডলি।
কী কী থাকতে পারে আপকামিং এই স্মার্টফোনে?
মেমোরি-
যে মডেলটি লিস্টিং করা হয়েছে সেটিতে রয়েছে 12GB RAM। অন্যদিকে 12R মডেলটিতে রয়েছে 8GB RAM এবং 256GB হার্ডড্রাইভ এবং 16GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট।
ব্যাটারি
টেস্টেড ফোনটিতে রয়েছে 5860mAh ব্যাটারি যা বাড়িয়ে 6000 বা 6300mAh করা হতে পারে।
কানেক্টিভিটি-
ফোনটিতে দেওয়া হয়েছে 5G, 4G LTE, NFC এবং ডুয়েল সিম সাপোর্ট প্রযুক্তি।
মনে করা হচ্ছে, গেমারদের জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে। বাজেটের মধ্যে এই মডেলটি কেনার জন্য এখনও কয়েকমাস অপেক্ষা করতে হতে পারে।