বর্ষশেষে বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে Samsung। Galaxy A14 5G ফোনে ২০০০ টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও সংস্থার তরফে আরও আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে।
Samsung Galaxy A14 5G ফোনটির দাম ১৬ হাজার ৪৯৯টাকা। কিন্তু প্রাইস ড্রপ সেলে ২০০০টাকা ছাড় দেওয়ার ফলে ফোনটির দাম হয়েছে ১৪ হাজার ৪৯৯টাকা। এছাড়াও কোম্পানির তরফে বর্ষশেষে ১০০০টাকার অতিরিক্ত ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন ১৩, ৪৯৯ টাকায়। এর পাশাপাশি যদি কোনও ক্রেতা অনলাইনে ফোনটি কেনেন তাহলে ক্যাশব্যাকের সুবিধাও পেতে পারেন।
এই ডিসকাউন্ট শুধুমাত্র 64GB ভ্যারিয়েন্টেই দেওয়া হচ্ছে। অন্য ভ্যারিয়েন্টে এই অফারগুলির কোনওটিই প্রযোজ্য নয়। এই মডেলটিতে রয়েছে ৬.৬০ ইঞ্চির FHD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লে রেজলিউশন ১০৮০X২৪০৮। ফলে 4K রেজলিউশনের যেকোনও ভিডিও অত্যন্ত ভালোভাবে দেখা যাবে। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। মোট তিনটি কালারে এই ফোনটি বাজারে আনা হয়েছে।