স্মার্ট ফোন (Smart Phone) নেই এমন মানুষ খুব কম দেখা যায়। কিন্তু রোজকার ব্যবহারের কারণে মাত্র কয়েক বছর দেখা যায় স্ক্রিনে দাগ (Screen Scratch) পড়ে এক্কেবারে পুরানো ফোনের মতো দেখায় হাতের স্মার্ট ফোনটি। তাই আজ জেনে নেওয়া যাক বছরের পর বছর স্মার্ট ফোন নতুনের মতো রাখার কয়েকটি টিপস।
১. ফোনের স্ক্রিন সবসময় টাচ করা হয়। এটি পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর আইসোপ্রোফিল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। তা না থাকলে তুলো দিয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু সাধারণ কাপড় না ব্যবহার করাই ভাল।
২.ফোনের স্ক্রিনে স্ক্যাচ ম্যাজিক ইরেজ়ার (Magic Eraser) ব্যবহার করতে পারেন। এছাড়াও স্ক্রাচ মুছতে গ্ল্যাস পলিশও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন - মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়
৩.ফোনের স্পিকারে ধুলো জমলে ওপারের কথা শুনতে সমস্যা হয়। এক্ষেত্রে একটি ব্লোয়ার ব্যবহার করে ধুলো পরিষ্কার করে নিতে পারেন।
৪.স্মার্ট ফোন পুরানো হলে USB এবং হেডফোনের পোর্টে ময়লা জমে যায়। এতে চার্জিং বা গান শোনার সমস্যা হত। এক্ষেত্রে কোনও ছোটো পিন বা কাঠির একদিকে তুলো লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন।