১ অক্টোবর থেকে দেশের বেশ কিছু শহরে শুরু হয়েছে 5G পরিষেবা। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কয়েকবছরের মধ্যে দেশের সব প্রান্তেই 5G সার্ভিস পাওয়া যাবে। এবার 4G সিমকার্ডের কী হবে! 5G সিম কার্ড কোথায় পাওয়া যাবে। 4G স্মার্টফোনগুলি কি কাজ করবে না! সব নিয়েই তৈরি হয়েছে সংশয়। দানা বাধছে অনেক প্রশ্ন।
4G সিম কি চলবে না ?
5G ফোন এলেও এই মুহূর্তে দেশের অধিকাংশ লোকই 4G সিম ব্যবহার করেন। তাই 4G সিম সবার ফোনেই চলবে। আগামী ২ বছরের মধ্যে 5G নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করবে এয়ারটেল ও জিও।
কোথায় পাওয়া যাবে 5G সিম!
দেশের কিছু শহরেই এখন 5G পরিষেবা চালু হয়েছে। কিছু এলাকাতেই এই স্পিড পাওয়া যাবে। এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার এলাকায় 5G পরিষেবা চালু হলে, সিম কার্ড পরিবর্তন না করে ব্যবহার করা যাবে। জিও এখনও কিছু বলেনি। তবে 5G ফোন না থাকলে পরিষেবা পাওয়া যাবে না।
5G ফোন কোথায় পাওয়া যাবে!
দেশের অধিকাংশ মোবাইল সংস্থাই এখন 5G ফোনে ফোকাস করছে। মাত্র ১২ হাজার টাকা খরচ করলেই 5G স্মার্টফোন পাওয়া যায়।
4G ফোনে কি 5G চলবে?
ব্যান্ড সাপোর্টের জন্য এটি সম্ভব নয়। 4G ফোনের ব্যান্ড সাপোর্ট অনেক কম। 5G ফোনে হাইস্পিড নেটওয়ার্কের ব্যান্ড সাপোর্ট অনেকটাই বেশি।
5G পরিষেবায় কত খরচ?
ভারতে 5G পরিষেবা যথেষ্ট ব্যহবহুল হবে। জিও ও এয়ারটেল দুটি সংস্থা আনছে এই পরিষেবা। যা জানা গিয়েছে, এই দুটি নেটওয়ার্ক সংস্থা যা প্ল্যান আনছে, তা ব্যয়বহুল হলেও সাশ্রয়ী হবে।