১) তিন অঙ্কের একটা সংখ্যা ধরো। যেখানে তিনটে অঙ্কই সমান। যেমন, ধরো, ১১১। এবার এই তিনটে সংখ্যা যোগ করো। উদাহরণ: ১+১+১= ৩। এবার মূল সংখ্যাটাকে এই তিন সংখ্যার যোগফল দিয়ে ভাগ করো। ১১১/৩= ৩৭।
২) আবার একটা সংখ্যা ধরো, তাকে ২-৩-৪-৫-৬-৭-৮ দিয়ে গুণ করো। এবার সেই সংখ্যাকে ২-৩-৪-৫-৬-৭-৮ এর গুণিতক দিয়ে যোগ করো।
x*2+8= 2(x+4)= 2(x+4)/2= x+4
x+4-x= 4
৩) এবার একটা সংখ্যা ধরো। সংখ্যাটির সঙ্গে ৫ যোগ করো। x+5। 3(x+5)
এবার এই সংখ্যাটাকে ১৫ দিয়ে বিয়োগ করো। 3x+15-15= 3x...
৪) এবার, যে সংখ্যা এল, তাকে মূল সংখ্যা দিয়ে ভাগ করো! অর্থাৎ, 3x/x= 3
৫) এবার এই সংখ্যাটিকে ১০ দিয়ে যোগ করো! উত্র, ৩+১০= ১৩!