Red Flags on a First Date:
GenZ'র মধ্যে ইদানীং সম্পর্কে 'রেড ফ্ল্যাগ' বা 'বিপদের সঙ্কেত'- এই শব্দবন্ধ বেশ জনপ্রিয় হয়েছে। কোনও সম্পর্কে ঢোকার পর তাঁদের চোখে 'রেড ফ্ল্যাগ' ধরা পড়লেই তাঁরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, বোঝাপড়া করে সম্পর্ক টিকিয়ে রাখার খুব একটা পক্ষপাতী নন, GenZ'র কেউ কেউ। তবে আদতে কোনও সম্পর্কে আসলে 'রেড ফ্ল্যাগ' কোনগুলি, তা বুঝে উঠতে পারেন না অনেকেই।
১) যে পুরুষ আপনাকে সারা রাত মেসেজ করেন, অথচ সামনাসামনি দেখা করার প্রসঙ্গে অনীহা দেখান, তাঁর সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভাল।
২) আপনার সঙ্গে কথা বলার সময় নেই তাঁর, অথচ সোশ্যাল মিডিয়ায় সারা ক্ষণ অনলাইন রয়েছেন- তা হলে বুঝবেন, তিনি আপনাকে নিয়ে উদাসীন।
৩) আপনার সঙ্গে কথোপকথনে বার বার নিজের প্রাক্তনের প্রসঙ্গে টেনে আনছেন, কিংবা আপনার সঙ্গে বার বার প্রাক্তনের তুলনা করছেন কি তিনি? এমন ব্যক্তির সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভাল।
৪) আপনার সঙ্গে সব সময় একাই দেখা করতে চান? নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আপনার দূরত্ব বজায় রাখেন? এমন মানসিকতা থাকলে সম্পর্ক খুব বেশি দিন বহন না করাই ভাল।
৫) এক সময় খুব মিষ্টি ব্যবহার আর পর ক্ষণেই একে বারে রূপবদল? কোনও কারণ ছাড়াই আপনার উপর মেজাজ দেখাতে শুরু করেন তিনি? তা হলে যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।
৬) একান্তেই হোক কিংবা সকলের সামনে, তিনি যদি আপনাকে অসম্মান করেন, তা হলে তো সেই সম্পর্কে থাকার কোনও অর্থ হয় না!
প্রথম দিন দেখা করেই কেউ রেড ফ্ল্যাগ কি না, তা বোঝা কঠিন। তবে, মানুষের ছোট ছোট ব্যবহারে স্পষ্ট হয়ে যায় যে, সেই মানুষটার সঙ্গে আগামী দিনে থাকা যাবে কিনা। আপনার সিদ্ধান্ত বা পছন্দকে মান্যতা দিলে ঠিক আছে। কিন্তু ছোট ছোট বিষয়েও যদি আপনার উপর জোর দেখায় কিংবা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা মোটেও ভাল বিষয় নয়। এই স্বভাবই ভবিষ্যতে সম্পর্কে বাধা তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দেখাতে আপনাকে গুরুত্ব দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য হওয়া উচিত। একে অপরের সঙ্গে যত বেশি খোলাখুলি কথা বলবেন, সম্পর্কের ভিত তত মজবুত হবে। কিন্তু যদি ডেটে গিয়ে দেখেন, আপনি নিজের কথা বলে যাচ্ছেন আর তিনি ফোন ঘাঁটছেন, বুঝবেন সেটা রেড ফ্ল্যাগ। কিংবা, তিনি মন দিয়ে আপনার কথা শুনছেন না, অন্যমনস্ক হয়ে বসে আছেন, তা হলে সেখান থেকে বেরিয়ে যান।
প্রথম ডেটে গ্রিন ফ্ল্যাগ:
সম্মানজনক এবং নম্র ব্যবহার: তাঁরা তাদের চারপাশের সকলের সঙ্গে অতি সম্মানজনক আচরণ করেন। তিনি যে পেশারই মানুষ হ'ন না কেন!
সক্রিয়ভাবে কথাবার্তায় উপস্থিত থাকা:
Active Listening: They ask thoughtful questions and genuinely engage in the conversation.
Positive Attitude: They maintain a positive outlook on life, focusing on solutions rather than problems.
On Time: They show up when they say they will, respecting your time.
Humility: They talk about their accomplishments without boasting or putting others down.
Balanced Conversation: They share about themselves but also encourage you to talk about your own life and experiences.
Good Sense of Humor: They make you laugh, but they’re never at anyone else’s expense.
Comfortable Body Language: They maintain open, relaxed body language, making you feel at ease.
Mutual Respect for Boundaries: They respect your physical and emotional boundaries and don’t pressure you into anything.
Clear Communication: They communicate openly and honestly, giving you a good sense of who they are.