কথিত রয়েছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে ৷ কৃষ্ণের জন্মের সেই শুভ তিথিটিই ঘরে ঘরে জন্মাষ্টমী রূপে পালিত হয় ৷ কম বেশি সব বাড়িতেই এদিন গোপালের মূর্তি পুজো হয়।
চলতি বছর কবে পড়েছে জন্মাষ্টমী?
পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ফলে উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যেই পালিত হয়।
আরও পড়ুন - এবছর রাখি ভাদ্র মাসে, রাবণ-সূর্পনখার 'ভয়ঙ্কর' মিথ জানেন তো ?
এই বছর জন্মাষ্টমীর পুজো হবে ৬ সেপ্টেম্বর বুধবার ৷ এদিন দুপুর ৩টে ৩৮ মিনিটে অষ্টমী তিথির সূচনা হবে। তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে ৪টে ১৫ মিনিটে। জন্মাষ্টমীর দিন মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়। সেই কারণেই মধ্যরাতে পুজো করা হয়, তাই এই বছর শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হবে ৬ সেপ্টেম্বর।