Janmashtami 2022: 'তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে' জেনে নিন জন্মাষ্টমী ও কৃষ্ণের জন্মের ইতিহাস

Updated : Aug 25, 2022 22:30
|
Editorji News Desk

আজ জন্মাষ্টমী (Janmashtami 2022)। দেশজুড়ে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার 'ভগবান' রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ (Lord Krishna)। 

কিন্তু, কী এই জন্মাষ্টমী (Janmashtami 2022)? দিনটি ছিল দুর্যোগপূর্ণ। আকাশে বজ্র বিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টি ধারা ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের (Janmashtami 2022) অষ্টমী তিথি। এক দিকে নিরবিচ্ছিন্ন দুর্যোগময় রাত্রি, অন্য দিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবতাগণ উদ্বিগ্ন এবং সদ্বগুণরূপী বসুদেব এবং দৈবী প্রকৃতি রূপিনী দেবকী কংসের কারাগারে আবদ্ধ।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে কৃষ্ণকে কেন ৫৬ ভোগ দেওয়া হয়, জেনে নিন ইতিহাস

এই রকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ (Lord Krishna) জন্ম নিয়েছিলেন। অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল। সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তাঁর ভাণ্ডার উন্মোচন (Janmashtami 2022) করে দিলেন। চতুর্দিকে এক দিব্যজোতি দেখা গেল। বনের পশু, পক্ষী, বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হল। নদী, সাগরে জলতরঙ্গের (Janmashtami 2022) জোয়ার উঠল। চতুর্দিকে কেবল আনন্দ। স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন। আনন্দ শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। 

বাসুদেব কংসের কারাগার থেকে সদ্যজাত পুত্রকে নিয়ে বাইরে চলে এলেন। তাঁর জন্য খুলে গেল সব লৌহকপাট। 

অপরদিকে, দেবকীর অষ্টম সন্তান ছিল এক কন্যা। তাকে কংস বধ করতে উলে কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভূজা দেবী মূর্তিতে আকাশ মার্গে (Janmashtami 2022) গমন করলেন। আট হাতে ধনু, শূ্‌ল, বান, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা ধারণ করে কংসকে বললেন, ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’।

পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্ম (Janmashtami 2022) সংবাদে আকাশ বাতাস, জল, পশু, পাক্ষী, বাগানের পুষ্প সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। গোটা ব্রজবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল। দুধ, দই, মাখনের গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল। এই ভাবে কৃষ্ণের জন্মাষ্টমী (Janmashtami 2022) ও নন্দ উৎসব পালনের মধ্যে দিয়ে যুগের ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আজও মানুষ এই উৎসব পালন করছে।

Krishna birthplaceJanmashtami 2022History

Recommended For You

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?

editorji | বিদেশ

Los Angeles Fire :লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে বিষাক্ত বাতাস, বাড়ছে মৃতের সংখ্যা