বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কর্মবাগীশ দিবস বা ন্যাশনাল ওয়ার্কহোলিকস ডে। দ্রুতগতির এই জীবনে সারাক্ষণই কার্যত কাজে ও কাজ সংক্রান্ত বিষয়ে নিজের মনকে ডুবিয়ে রাখতে হয়। যার ফলে, ব্যক্তিগত জীবন ও কাজের জীবনের মধ্যে প্রায় কোনও ব্যবধানই থাকে না। এর ফলে সরাসরি প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর।
কাজের প্রতি ভালোবাসা ও ক্রমাগত শ্রম করে যাওয়ার মনোভাব অত্যন্ত অনুপ্রেরণা জোগায় ঠিকই। তার সঙ্গে, এই বিষয়টিও প্রমাণিত যে, অফিসের কাজ সংক্রান্ত ব্যাপারে অত্যাধিক পরিমাণে স্ট্রেস নিলে তা বহু সমস্যার জন্ম দেয়। আর, সেই কারণেই, কাজ ও রোজকার জীবনে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি।
সেই উপলক্ষেই পালন করা হয় এই জাতীয় কর্মবাগীশ দিবস প্রতি বছর ৫ জুলাই। আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সামঞ্জস্য রাখার উদ্দেশ্যেই এই বিশেস দিনটি পালন করা হয়ে থাকে।