গঙ্গা কিমবা পদ্মাপারে আসেননি কস্মিন কালেও, তবু এই ব্রিটিশ চিকিৎসকের মুখে ঝরঝরে সিলেটি ভাষা! শুনে তো তাজ্জব নেট দুনিয়া।
বাংলাদেশের সঙ্গীতশিল্পী হালিমা খান সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বৃদ্ধা অ্যানার। পূর্ব লন্ডনের লাইমহাউস হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক অ্যানা। ১৯৭৫ সালে লন্ডন স্কুল অফ মেডিসিন থেকে পাশ করেছেন। আটের দশকের শুরুতে তাঁর কাছে চিকিৎসার জন্য যেতেন বাংলাদেশের বহু মানুষ। দোভাষী তো ছিল না, রোগীদের ভাষা কী করে বুঝবেন, এই ভাবনা থেকেই নিজেই শিখে ফেললেন বাংলা। তিনিই যে শুধু বাংলা শিখেছেন, তা নয়, বরং তাঁর মাতৃভাষা ইংরেজিও শিখিয়েছেন নিজের রোগীদের।