প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ হয়ে যাওয়ার পর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ইঞ্জিনিয়ারিং ছাত্রীর (Student)। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। তাঁকে হেনস্থা করার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার (Telangana) ওয়ারাঙ্গাল শহরে।
জানা গিয়েছে, কলেজের এক স্নাতক স্তরের ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই ছাত্রীর। ঘনিষ্ঠ হয়েছিলেন। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে। ফের অন্য এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই ছাত্রী। অভিযোগ, তাঁর সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেয় ওই যুবক।
আরও পড়ুন - গ্রেফতারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ সিসোদিয়া
এরপর রবিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাওয়ার কারণেই ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করছে পুলিশ। তরুণীর পরিবারের তরফে তাঁর বর্তমান প্রেমিকের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই তরুণীর প্রাক্তন এবং বর্তমান, দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।