Bipin Rawat Last Farewell: বিদায় জেনারেল, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল বিপিন রাওয়াতের শেষকৃত্য

Updated : Dec 10, 2021 18:12
|
Editorji News Desk

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে (Bipin Rawat) শেষ বিদায় (Last Tributes) জানাল ভারত। ১৭টি তোপধ্বনি দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়্যারে শেষকৃত্য চলাকালীন পর্যবেক্ষণে ছিলেন ১২ জন ব্রিগেডিয়ার পর্যায়ের আধিকারিক। শেষ যাত্রার সাক্ষী ছিলেন অসংখ্য মানুষ। তাঁদের কণ্ঠে উঠল বন্দেমাতরম, ভারত মাতা কী জয়ের ধ্বনি। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh।শেষ শ্রদ্ধা জানান, ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস ও ফ্রান্সের অ্যাম্বাসাডর এমানুয়েল লিনেইন।

শুক্রবার দিল্লির বাসভবন কামরাজ মার্গ থেকে শুরু হয় তাঁর শেষ যাত্রা। তাঁর শেষ যাত্রায় ছিলেন ৮০০ জন সেনা আধিকারিক। পাইলট কারে ছিলেন তিন বাহিনীর জওয়ানরা। ব্রার স্কয়্যারে ফুল দিয়ে সাজানো হয় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার কফিনবন্দী মরদেহ। চোখের জলে তাঁকে বিদায় জানাতে উপস্থিত হন অসংখ্য সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরা।

কামরাজ মার্গে তাঁর বাসভবনে শুক্রবার তাঁকে শেষ যাত্রা জানাতে আসেন দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপির হয়ে শেষ শ্রদ্ধা জানান অমিত শাহ, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, নরেন্দ্র সিং তোমর। কংগ্রেসের হয়ে শেষ শ্রদ্ধা জানান, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। শেষ শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিপিন রাওয়াতের শেষ যাত্রায় যোগ দিলেন অগণিত সাধারণ মানুষ। রাস্তার দুধারে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। ব্যানার নিয়েও দেখা যায় অনেককে। বুধবার তামিলনাড়ুর নীলগিরির কাছে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জন সেনা অফিসারের। যার মধ্যে ছিলেন দেশের প্রথম সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা।

bipin rawat

Recommended For You

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট
editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব