পেট্রপণ্যে রাজ্যের ভ্যাট না তোলা নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল বিজেপি। বিজেপির এই মিছিলের খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হিলকার্ট রোডের মাল্লাগুড়িতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় বিজেপি নেতাদের।
পেট্রপণ্যে ভ্যাট না তোলা নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন শুরু করেছে বিজেপি। কেন্দ্র উৎপাদন শুল্কে ছাড় দিলেও এখনও রাজ্য নিজেদের প্রাপ্ত শুল্কে ছাড় দেয়নি। তাই নিয়েই চলছে আন্দোলন। শনিবার শিলিগুড়িতে এর প্রতিবাদেই রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকরা। হিলকার্ট রোডে মিছিল নিয়ে এগিয়ে আসেন বিজেপি সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা ও অশান্তি আটকাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।
শিলিগুড়িতে বিজেপির মিছিলে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্তা বলেন, "তৃণমূল সরকারের রাজ্যবাসীর প্রতি কোন দরদ নেই। অন্যান্য রাজ্য পেট্রপণ্যের উপর ভ্যাটে ছাড় দিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড় দেয়নি।" একই সঙ্গে তিনি মিছিল আটকানোর জন্য পুলিশকে সরাসরি আক্রমণ করেন। তাঁর দাবি, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।