কলকাতা পুরসভা নির্বাচনের জন্য সোমবার প্রার্থীতালিকা(KMC Election Candidate) ঘোষণা করতে পারে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের নেতা রাহুল সিনহা একথা জানিয়েছেন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস। শুরু হয়েছে পুরোদমে প্রচার। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি এখনও প্রার্থীতালিকা ঘোষণা করেনি।
রবিবার হেস্টিংসে বিজেপির দফতরে দলের বৈঠকের পর রাহুল সিনহা জানান, প্রার্থীতালিকা তাঁরা মোটামুটি তৈরি করে ফেলেছেন। ১৪৪টি ওয়ার্ডেরই প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। ওই তালিকায় সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন। মহিলাদের পাশাপাশি তরুণ প্রার্থীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, ডাক্তার, অধ্যাপক-সহ সব পেশার মানুষজনকে রাখা হয়েছে তালিকায়। সোমবারই তালিকা প্রকাশ করা হবে।