করোনার মধ্যেই ফের আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।ক্রমশই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। ব্ল্যাক ফাঙ্গাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৭জন। দেশের মধ্যে সবথেকে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা গুজরাটে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৯ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭০ ও অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৭৬৮ জন। পিছিয়ে নেই দিল্লিও। রাজধানীতে ৬২০জন এই রোগে আক্রান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস দেশকে আবারও এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।