৫ আসনে উপনির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আজ থেকেই ভবানীপুর-সহ মোট ৫ টি বিধানসভা কেন্দ্রে FLC (ফার্স্ট লেভেল চেকিং) শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণত, উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগের পদক্ষেপ হিসেবেই দেখা হয় এই প্রক্রিয়াকে। কোনও কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিলে বা নির্বাচন বাতিল হয়ে যাওয়ার ৩ মাসের মধ্যেই এফএলসি প্রক্রিয়া পুরো করার নির্দেশ দিয়ে থাকে কমিশন।
কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, ৩ অগস্ট থেকে এই এফএলসি প্রক্রিয়া শুরু হবে রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রে।
৬ অগস্টের মধ্যেই তা শেষ করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘ত্রুটিপূর্ণ’ ইভিএম এবং ভিভিপ্যাট বদল করা হয়। ভবানীপুর-সহ দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা বিধানসভা কেন্দ্রে এফএলসি করা হবে।
এই উপলক্ষে প্রত্যেক রাজনৈতিক দলের যে কোনও দু’জন প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে।