রাজ্য স্কুল সার্ভিস কমিশনের(WBSSC) নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে বুধবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী(Group D) নিয়োগ মামলায় সিবিআইকে(CBI) তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার(WB Govt.), স্কুল সার্ভিস কমিশন(WBSSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। বুধবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। ফলে সিঙ্গল বেঞ্চের সিবিআই নির্দেশিকায় আপাতত তিন সপ্তাহের স্থগিতাদেশ জারি করল হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও মাধ্যমিক(MP) এবং উচ্চ মাধ্যমিক(HS) স্কুলগুলোতে চতুর্থ শ্রেণির কর্মী(Group D) নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেয় সোমবার।