উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের সময়সীমা। আগামী সাতদিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। যাঁদের আবেদন খারিজ করা হবে, তাঁদের খারিজের কারণ দেখাতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের শুনানি রয়েছে।
গত ২১ জুন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। এরপরেই নিয়ম মেনে তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তুলে মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীদের একাংশ। তালিকায় দুর্নীতির অভিযোগ ওঠে। এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগও তোলেন চাকরিপ্রার্থীরা। তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগও তোলা হয়। কম নম্বর পেয়েও তালিকায় জায়গা মিলেছে বলেও অভিযোগ।
গত ৩০ জুন সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।