নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও গ্রুপ ডি (Group D) পদে কাউকে নিয়োগ কেন করা হয়নি তা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কেন গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের ক্ষেত্রে প্যানেলের বাইরে নিয়োগ করা হচ্ছে তার জবাব ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে। এর পাশাপাশি অস্বচ্ছতার অভিযোগে গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া ওই ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বুধবার কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের(SSC) তরফে বলা হয় ২০০৯ সালের ৪ মে-র পর থেকে কাউকে নিয়োগের সুপারিশ করা হয়নি। কিন্তু এই সুপারিশ না হলেও ২৫ জনের নিয়োগ হয়েছে। এমনটাই অভিযোগ করা হয়েছে এসএসসির বিরুদ্ধে। এই ২৫ জনকে নিয়োগের চিঠি কে দিল? এর সঙ্গে কী টাকা-পয়সা লেনদেনের কোন যোগ রয়েছে? সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে চাইছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।
শুধু তাই নয়, গ্রুপ-ডি কর্মী নিয়োগ নিয়ে হাইকোর্টের তীব্র ভৎসর্নার মুখে এসএসসি(SSC) সচিব। নিয়োগে অস্বচ্ছতার মামলায় মঙ্গলবার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- Mahua Maitra: ED, CBI ডিরেক্টরের মেয়াদবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেলেন মহুয়া মৈত্র
বিচারপতি বলেন, “আপনাদের উপরে আমার ভরসা নেই। আপনারা কী তদন্ত করবেন তা আমি জানি। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না। পুরো কমিশনকে(SSC) বরখাস্ত করে দেব। প্রয়োজন হলে সিআইএসএফকে বলব অফিসের দখল নিতে। যাতে কেউ কোনও জিনিস অফিস থেকে বের করে নিয়ে যেতে না পারে। সিবিআইকে বলব সব দেখতে। কোনও কম্পিউটারে হাত দেবেন না। কারা এর পেছনে রয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে।”