বুধবার তামিলনাড়ুর কুন্নুরে এক ভয়াবহ কপ্টার-দুর্ঘটনায় (Helicopter crash) প্রাণ হারালেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat)। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও (Madhulika Rawat)। আজ সন্ধেবেলায় ভারতীয় বায়ুসেনার (IAF) পক্ষ থেকে একটি টুইট (Tweet) করে এই খবর জানানো হয়।
কপ্টারটিতে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওয়েলিংটনের সেনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একমাত্র জীবিত সেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
বুধবার বেলায় ভারতীয় সেনার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ৪ জন ক্রু এবং বিপিন রাওয়াত সহ আরও ৯ জন যাত্রী নিয়ে নীলগিরি হিলসের উদ্দেশে যাত্রা করে বায়ুসেনার ওই কপ্টারটি। মাঝপথে কোয়েম্বাতুর থেকে ওই চপারটিতে ওঠার কথা ছিল চিফ অব আর্মি স্টাফ এম এম নারাভানেরও।
তার খানিকক্ষণ বাদেই তামিলনাড়ু-কর্নাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ে হেলিকপ্টার। বেলা ১২.৪০ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কুয়াশাকে। জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ার পরেই ভারতীয় সেনার ওই হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়।
বিপিন রাওয়াতের মৃত্যুর খবর আসার পরেই একের পর এক টুইটে শোকপ্রকাশ করেন অমিত শাহ, রাহুল গান্ধী, নিতিন গডকড়ি, রাজনাথ সিং থেকে শুরু করে দেশের সমস্ত প্রথমসারির রাজনীতিবিদেরা।