টেট পরীক্ষা শংসাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এক বিবৃতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, টেট উত্তীর্ণদের শংসাপত্রের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করা হচ্ছে। ২০১১ সাল থেকেই এই সুযোগ পাওয়া যাবে। ফলে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত যাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন, তাঁদের শংসাপত্র সারা জীবনের জন্য বৈধ থাকবে। যাঁদের টেট উত্তীর্ণ হওয়ার পর সাত বছর পেরিয়ে গিয়েছে, তাঁদের নতুন করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে।