স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। এই মর্মে তিনি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন। স্বরাষ্ট্র সচিব চিঠিতে বলেছেন, 'এই বিষয়টিতে কড়া নজর রাখুন। যেখানে প্রয়োজন সেখানে মহামারী রোগ আইন কার্যকর করুন।' চিঠিতে স্বরাষ্ট্র সচিব লিখেছেন, 'বর্তমান পরিস্থিতিতে কেউ স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। হেনস্থাকারীদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে এবং এই মামলাগুলি ফাস্ট ট্র্যাকে তুলতে হবে। যেখানে প্রয়োজন সেখানে মহামারী রোগ(সংশোধনী) আইন, ২০২০-তেও বিষয়টি নিতে পারেন।'