ঝড় মোকাবিলা করার জন্য চরম সতর্কতা অবলম্বন করতে হবে। করেনা আবহে সতর্ক থাকতে হবে জনস্বাস্থ্য বিভাগকে। জরুরি ভিত্তিতে খুলতে হবে কন্ট্রোল রুম। তৈরি করতে হবে কমান্ড সিস্টেম। উপকূলবর্তী জেলাগুলির চিকিৎসা পরিষেবা উন্নত করতে হবে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ঠিক আগে এই মর্মে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। শনিবারই উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। সোমবার শক্তিসঞ্চয় করে সেই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ইয়াসে। তার জেরে সোমবার সন্ধের পর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।