করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে দেখা দিয়েছে টিকার সঙ্কট। আর এই পরিস্থিতিতে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকারের একটি প্যানেল। আর এ বার সেই প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়ার মধ্যে এখন ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধান রাখা হবে। এতদিন পর্যন্ত এই ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহের। যদিও কোভ্যাকসিনের ক্ষেত্রে দুটি ডোজের সময়সীমা বাড়ানোর প্রয়োজন নেই বলে ওই প্যানেলের তরফে জানানো হয়েছে।