শুধু গোপনীয়তাই নয়, নাগরিকদের কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয়। হোয়াটসঅ্যাপের মামলার জবাবে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানানো হয়েছে। বুধবার থেকে নাগরিকদের সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি বিধি চালু করেছে কেন্দ্র। এর ফলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত যাবতীয় লেখা ও ভিডিয়োর উৎস কেন্দ্রকে জানাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সংস্থাগুলি। এর বিরুদ্ধে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে যায় হোয়াটসঅ্যাপ। মামলায় নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করেছে তারা। যদিও এই মামলাকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মতে, আইনি ব্যাখ্যা অনুযায়ী, গোপনীয়তার অধিকার হোক বা যে কোনও মৌলিক অধিকার, কোনও কিছুই চূড়ান্ত নয়। সবকিছুর উপর অল্পবিস্তর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।