করোনার দ্বিতীয় ঢেউ অনেকেরই প্রাণ কেড়ে নিয়েছে। বাবা-মাকে হারিয়েছে অনেক শিশুই। এ বার সেই অনাথ শিশুদের সাহায্য এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। ওই শিশুরা যাতে বিনামূল্যে পড়াশোনা করতে পারে তার জন্য ব্যবস্থা করবে সরকার। ১৮ বছর বয়সের পর থেকে সেই সব অনাথ শিশুকে প্রতি মাসের হাত খরচ দেবে কেন্দ্র। এছাড়া ২৩ বছর বয়সে ওই শিশুদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেই টাকা দেওয়া হবে পিএম কেয়ার্স ফান্ড থেকে। পাশাপাশি ওই শিশুদের উচ্চশিক্ষার জন্য ঋণ পেতে সহায়তা করবে সরকার। আর সেই ঋণের সুদ পিএম কেয়ার্স ফান্ড থেকে দেওয়া হবে বলে শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।