তীর্থ যাত্রীদের জন্য একটু মন খারাপের খবর। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল চারধাম যাত্রা। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্য সরকারকে এই যাত্রা স্থগিত করার নির্দেশ দেয় হাই কোর্ট।পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যাত্রা বন্ধ থাকছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আগামী ১ জুলাই থেকে এই যাত্রা চালু হওয়ার কথা ছিল। তা আপাতত স্থগিত হয়ে গেল।
চারধাম যাত্রার জন্য নয়া কোভিডবিধি জারি করেছিল উত্তরাখণ্ড সরকার। ১ জুলাইয়ে প্রথম পর্যায়ের যাত্রা ছিল। দ্বিতীয় পর্যায়ের যাত্রার দিন নির্ধারিত করা হয়েছিল ১১ জুলাই।