পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ে উচ্ছ্বসিত বিরোধ শিবির৷ এই রায়কে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা।
পেগাসাস নিয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কংগ্রেসের দাবি, পেগাসাস মামলা থেকে জাতীয় সুরক্ষার কথা বলে নজর ঘোরাতে চাইছিল কেন্দ্রীয় সরকার। আদালতের রায়ে তা ব্যর্থ হল।
কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজওয়ালা টুইটারে লিখেছেন, 'ফ্যাসিস্টদের শেষ হাতিয়ার হল মেকি জাতীয়তাবাদ।'
BJP MLA joins TMC: আরো এক বিজেপি বিধায়ক ফিরলেন তৃণমূলে
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন লিখেছেন, 'এর থেকে প্রমাণিত হল, বিরোধীরা নয়, সংসদের বাদল অধিবেশন ভেস্তে দেওয়ার দায় বিজেপির।'