রাজ্যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির পর ২০১৬-এর আপার প্রাইমারি(Upper Primary) প্যানেলেও দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ, আপার প্রাইমারির তপশিলি উপজাতি(ST) তালিকায় তপশিলি জাতির(SC) চাকরি প্রার্থীর নাম রয়েছে। সুপ্রিম কোর্টের(Supreme Court) গাইডলাইনেই স্পষ্ট করে বলা হয়েছে কারা তপশিলি জাতি(SC) এবং কারা তপশিলি উপজাতির(ST) চাকরিপ্রার্থী।
সুপ্রিমকোর্টের(Supreme Court) গাইডলাইন না মেনেই প্যানেল তৈরির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই যা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। ২১ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।