রাজ্যে ফের কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবারও সংক্রমণের শীর্ষে থাকল কলকাতা। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১। মাঝে একদিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, প্রায় সাতদিন রোজ সংক্রমণের সংখ্যা ছিল সাতশোর বেশি।
মঙ্গলবার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৭০৮। বুধবার সেই রেকর্ডকে ভেঙেছে সংক্রমণের হার। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। শহরে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। ভালো জায়গায় নেই উত্তর ২৪ পরগনাও। এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৩ জন।
মানুষ সতর্ক না হলে কোনও ভাবেই রোখা যাবে না কোভিডের তৃতীয় ঢেউ। সতর্ক করেছেন চিকিৎসকরা। বারবার কোভিড বিধি মেনে চলতে বলা হচ্ছে প্রশাসনকে।