West Bengal Lockdown News: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল করোনার বিধিনিষেধের মেয়াদ। রাজ্য সরকার জানিয়েছে, ৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে।
স্কুল, কলেজ বন্ধই থাকছে আগের মতো। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে।
তবে রাতের বিধিনিষেধে কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে। প্রতিটি জেলার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েচে, নাইট কারফিউ কড়া হাতে বলবৎ করতে। হোটেল, রেস্তোরাঁর উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে৷ বন্ধ থাকছে লোকাল ট্রেন। তবে চলবে মেট্রো, বাস এবং অটো।