তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) গ্রেফতারির কড়া নিন্দা করল ত্রিপুরা সিপিএম (Tripura CPIM)। থানার বাইরে বিজেপির সন্ত্রাসের অভিযোগ নিয়েও সমালোচনা করে রাজ্যের সিপিএম।
ত্রিপুরা সিপিএমের বার্তা সম্পাদক রাখাল মজুমদার (Rakhal Majumder) বিবৃতি দিয়ে জানান, "রাজ্যে পুরসংস্থাগুলোর নির্বাচন যত এগিয়ে আসছে, তত বেশি বিজেপি দলের ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।" ত্রিপুরা সিপিএমের দাবি, "বাম দল সহ অন্য সব দলগুলো বারবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছে। অভিযোগ জানানো সত্ত্বেও কেউ গ্রেফতার হয়নি। নীরব দর্শক হয়ে থেকেছে রাজ্যের পুলিশ।"
রবিবার আগরতলা পূর্ব থানায় একটানা জিজ্ঞাসাবাদ করার পর খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় সায়নী ঘোষকে। সহকর্মীর পাশে ছিলেন রাজ্যসভার সাংসদ সুষ্মিতা দেব, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh) ও অর্পিতা সরকার (Arpita Sarkar)। তৃণমূলের অভিযোগ, থানায় ঢুকে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।