দিল্লির একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাব। কেন্দ্রের কাছে বার বার পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের দাবি করে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু যা চাওয়া হয়েছে, তার থেকে কম দেওয়া হচ্ছে অক্সিজেন বলে অভিযোগ করেন তিনি। এবার কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনল কেজরিওয়াল সরকার। হাই কোর্টে অভিযোগ করা হল, অন্য রাজ্য যা অক্সিজেন চেয়েছে তার থেকে বেশি পাচ্ছে। কিন্তু দিল্লি যা চাইছে তার থেকে কম দেওয়া হচ্ছে। দিল্লি সরকারের এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চাইল দিল্লি হাই কোর্ট।