পেগাসাস(Pegasus) সহ কেন্দ্রের জনবিরোধী একাধিক নীতির অভিযোগে প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদের (Parliament)বাদল অধিবেশন(monsoon seession)।
কেন্দ্রের একতরফা বিল পাসের (bill pass)অভিযোগেও সরব হয়েছেন বিরোধীরা। এবার সংসদে এসে বিরোধীদের অভিযোগ শোনার আর্জি জানিয়ে টুইটে একটি ভিডিও পোস্ট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন(Derek O brain)।
ভিডিওটিতে বিজেপি বিরোধী সাংসদদের দাবি তুলে ধরা হয়েছে। পেগাসাস,দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ড ,কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যুতে সরব হয়েছেব নিরোধীরা।
৩ মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে , তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়,সমাজ বাদি পার্টির সাংসদ, শিবসেনা সাংসদ, টিআরএস, ডিএমক,সিপিআইএম সাংসদ,আরজেডি সাংসদ,এনসিপি, আম আদমি পার্টির সাংসদকে।