পেগাসাস-কাণ্ড সংক্রান্ত আরও একটি রিপোর্টে প্রকাশ্যে গেল। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে শোরগোল। ওই রিপোর্ট বলছে, ২০১৮ সাল নাগাদ ওই স্পাইওয়্যার কাজে লাগিয়ে বিএসএফ-এর প্রাক্তন প্রধান কে কে শর্মার ফোনও হ্যাক করা হয়েছিল।
দেশে যাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল, সেই তালিকায় উঠে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর আধিকারিক জিতেন্দ্র কুমার ওঝার নামও। এই নতুন রিপোর্ট সামনে আসতেই ফের আক্রমণ শানিয়েছে বিরোধীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইটারে ডেরেক লেখেন, 'সাংবাদিক, বিরোধী নেতা, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য... এখন দেখা যাচ্ছে, সেনাদেরও রেহাই দেওয়া হয়নি। এটা অপরাধ। জানা দরকার, কারা দায়ী। এর জন্য বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হোক আজ। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে।'