সংসদে বিরোধীদের আলোচনার দাবি খারিজ করা নিয়ে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien)। শীতকালীন অধিবেশেনের প্রথম দিনই সংসদে ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল (Farm Laws Repeal)। কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা।
সোমবার ডেরেক ও'ব্রায়েন টুইট করে বলেন, " ২০১৭ সালে বিল বাতিল ও সংশোধন নজিরবিহীন ছিল। মাত্র ছয় জন সাংসদ আলোচনায় অংশ নিয়েছিলেন। গণতন্ত্রকে আড়াল করার চেষ্টা হয়েছিল। সামান্য হলেও লজ্জা ছিল। ২০২১ সালে কৃষি আইন পাশ আর বাতিল। কোনও আলোচনারই সুযোগ দেওয়া হল না। এবার আড়ালের চেষ্টাও নেই। নির্লজ্জ।"
সোমবার বেলা ১২টায় অধিবেশন ফের শুরু হতেই ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল।