ইয়াস মোকাবিলায় সতর্ক জেলা প্রশাসন।দিঘা মোহনা কোস্টাল থানার তরফে গ্রামে গ্রামে চলছে সতর্কতামূলক প্রচার। সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় আসতে পারে বলে সতর্ক করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, করোনা আবহে যারা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।আজ সকাল থেকে ফ্রেজারগঞ্জ এলাকায় আকাশপথে নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। নজরদারির সময় বঙ্গোপসাগরে একটি ট্রলারের দেখা মেলে।পরে ওই ট্রলারটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাহিনীর তরফে জানানো হয়েছে, ২ দিন ধরে আকাশপথে নজরদারি চলছে। মত্স্যজীবীদের সতর্ক করা হচ্ছে।ঘূর্ণিঝড় ইয়াস আসার আগে সাগরে যুদ্ধকালীন তত্পরতায় চলছে সমুদ্র বাঁধ মেরামতির কাজ। নজরদারি চালাচ্ছে প্রশাসন ও পুলিশ। এর পাশাপাশি, ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের অন্যত্র সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে প্রচার করছে সাগর থানার পুলিশ।