২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন ডঃ পদ্মা বন্দ্যোপাধ্যায়, এবং সুশোভন বন্দ্যোপাধ্যায়। চিকিৎসাশাস্ত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সোমবার রাষ্ট্রপতি ভবনে এই সম্মানে ভূষিত করা হল তাঁদের। দুজনেই এমন কিছু করেছেন, যার জন্য দেশ গর্বিত।
পদ্মা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম মহিলা এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত)। দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই সম্মান গ্রহণ করলেন তিনি।
মরণোত্তর 'পদ্ম বিভূষণ' সম্মানে সম্মানিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ
অন্যজন, চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুর নিবাসী এই চিকিৎসক সারা বাংলায় পরিচিত 'এক টাকার ডাক্তার' হিসেবে। পদ্মশ্রী সম্মানটি তাঁর রোগীদেরকেই উৎসর্গ করেছেন সুশোভন বাবু।