ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা। যার জেরে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।দামোদরের বাঁধ উপছে ভোররাত থেকে জল ঢুকতে শুরু করেছে হরিহরপুর, মুচিপাড়া-সহ একাধিক গ্রামে। তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। এর পাশাপাশি, আমতায় রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরীর জলের তোড়ে ভেসে গিয়েছে কুলিয়াঘাটের বাঁশের সেতু। ফলে আমতার সঙ্গে বিচ্ছিন্ন ভাটোরা দ্বীপ। উদয়নারায়ণপুরে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় গতকাল বৈঠকে বসে জেলা প্রশাসন। গত তিনদিন ধরে যে হারে ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছিল, তাতে হুগলি ও হাওড়ায় নিম্ন দামোদর অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা করেছিল সেচ দফতর।
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়। মাইথন থেকে ২৪ হাজার ও পাঞ্চেত থেকে ১৪ হাজার, দুটি জলাধার থেকে মোট ৩৮ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। শুক্রবার মাইথন ও পাঞ্চেত থেকে ২২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়।