সদ্য দিল্লীর রাষ্ট্রপতি ভবনে হয়ে গেল ২০২০ পদ্মশ্রী(Padma shri
)সম্মান অনুষ্ঠান। এই সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন পাক সেনা। নাম কাজি সাজ্জাদ আলি জাহির। একাত্তরের মুক্তিযুদ্ধের (Bangladesh Liberation Army) সময় পাকিস্তান থেকে পালিয়ে ভারতে চলে আসা সাজ্জাদ আলির। তারপর তখনকার পূর্ব পাকিস্তান, মানে এখনকার বাংলাদেশে গিয়ে গেরিলা যুদ্ধের প্রস্তুতিতে সাহায্য করা।
এতদিন পর্যন্ত গোপন ছিল লেফটন্যান্ট সাজ্জাদের নাম। সেদিন ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান প্রদানের মঞ্চে প্রথমবার দেশবাসী জানল সাজ্জাদের গল্প।
আটপৌরেভাবে শাড়ি পরে, খালি পায়ে পদ্মশ্রী পুরস্কার নিলেন ‘বনের এনসাইক্লোপিডিয়া’ তুলসী গৌড়া
২০ বছর বয়সের সাজ্জাদ আলি শিয়ালকোট থেকে পালিয়ে এলেন ভারতে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পাক সেনাবাহিনীতে, তাই পালিয়ে আসা এ দেশে। কিন্তু ভারতের চোখেও বেশ কিছু সময় তিনি ছিলেন পাক গুপ্তচর। ধীরে ধীরে ভারতীয় সেনার আস্থাভাজন হওয়া তাঁর।
তারপর বাংলাদেশে গিয়ে সেখানে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, গেরিলা যুদ্ধের কৌশল শেখানো। পাকিস্তানে বিগত ৫ দশক ধরে তাঁর নামে ফাসির আদেশ, অন্যদিকে বাংলাদেশে তিনি নায়ক। এমনই রঙ্গিন জীবন সাজ্জাদ আলির জীবন।