সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন ৫০০ জন কৃষক ট্রাক্টর মার্চ করে পার্লামেন্টের দিকে যাবেন৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আউন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দেলনের এক বছর পূর্তিতে এই ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা গত বছরের ২৬ নভেম্বর থেকে রাজধানী দিল্লিতে প্রতিবাদে শামিল। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, দেশজুড়ে বিরাট ভাবে পালন করা হবে আন্দোলনের বর্ষপূর্তি।
সংযুক্ত কিষান মোর্চা বিবৃতি দিয়ে বলেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে৷ তখন থেকে প্রতিদিন ৫০০ জন কৃষক স্বেচ্ছাসেবক সংসদ ভবনের দিকে শান্তিপূর্ণ ট্র্যাকটর মিছিল করবেন।
সরকারের উপর চাপ তৈরি করার জন্যই এই পদক্ষেপ বলে দাবি কৃষকদের।
আগামী ২৬ নভেম্বর দিল্লি সীমান্তে বিরাট জমায়েত করবেন কৃষকরা। হরিয়ান, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে অসংখ্য কৃষক রাজধানীতে আসবেন। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, কৃষক আন্দোলনে অংশ নিয়ে ৬৫০ জন কৃষক শহীদ হয়েছেন৷ তাঁদের স্মরণ করা হবে ওই সমাবেশে। ওই দিনই সব রাজ্যের রাজধানীতে কৃষক মহাপঞ্চায়েত করবে সংযুক্ত কিষান মোর্চা।