দুমাস কাটতে না কাটতে আবার বন্যার ভ্রকুটি হাওড়ার উদয়নারায়ণপুরে। ডিভিসি প্রায় দুই লক্ষ কিউসেক জল ছেড়েছে। সেই জল শুক্রবার দামোদর হয়ে হাওড়ার উদয়নারায়ণপুর পৌঁছাবে।
আগাম পরিস্হিতি বিবেচনা করে ব্লকের সমস্ত সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উলুবেড়িয়া থেকে আনা হচ্ছে ২০ টি নৌকা, আপাতত আগাম প্রস্তুতি হিসেবে উদয়নারায়ণপুর ব্লকের ৪০ টি স্কুল খুলে দেওয়া হয়েছে।
এবং শিশুদের জন্য প্রয়োজনীয় বেবি ফুড মজুত রাখা হচ্ছে। মানুষ কে সতর্ক করতে নদী তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। ব্লক প্রশাসনের পক্ষ থেকে এন ডি আর এফ কে প্রস্তুত রাখা হয়েছে।