Ganesh Chaturthi celebrations begin: দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। শুভ উৎসবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করোনা সতর্কতা মেনেই দেশবাসীকে গনেশ চতুর্থী পালনের অনুরোধ জানিয়েছেন। সর্ববিঘ্ননাশক বিনায়ক সকলের মঙ্গল করুক,এই প্রার্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি। গণেশ চতুর্থীর সকালেই টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট প্রধানমন্ত্রী লিখেছেন, প্রত্যেক জীবনেই এই উৎসব সুখ,শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।
মুম্বইয়েও সাড়ম্বরে পালিত হচ্ছে গণপতির পুজো। অতিমারির আবহে মুম্বইয়ে সমস্ত সর্বজনীন পুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পদযাত্রা ও মিছিলের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুলিস। পাঁচজনের বেশি এক জায়গায় জমায়েত করা চলবে না।১৯ সেপ্টেম্বর পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি হয়েছে।