করোনা সংক্রমণের জেরে দেশের বেশিরভাগ জায়গাতেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই মুমুর্ষূ রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে ও রিফিল করাতে গিয়ে সমস্যায় পড়ছেন পরিবারের সদস্যরা। ঘাটতির জেরে বাড়ছে সিলিন্ডারের দামও। এর ফলে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন অনেকেই। আর এই পরিস্থিতি সামাল দিতেই এ বার আরও তিরানব্বটি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই ৫টি অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই প্ল্যান্ট থেকেই পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে।