নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহার রওনা হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ কোচবিহারে পৌঁছবেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ঘরছাড়া ও আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। একাধিক ত্রাণ শিবিরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। শীতলকুচিতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে একাধিক টুইটে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যপাল। বুধবার তিনি যে চিঠি মমতাকে পাঠিয়েছিলেন, তা পোস্ট করেন ধনখড়।