কেন্দ্র তাঁদের সঙ্গে আলোচনা শুরু না করলে ঘরে ফিরবেন না কৃষকরা। সোমবার এমনটাই জানালেন কৃষক আন্দলনের নেতা রাকেশ টিকায়েত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের (3 Farm Laws Repealed) কথা ঘোষণা করাই যথেষ্ট নয়। তাঁদের আরও একাধিক দাবি রয়েছে, অবিলম্বে সেগুলিরও সমাধান চাইছেন তাঁরা। কৃষকদের দাবিগুলির অন্যতম হল নূন্যতম সহায়ক মূল্য বা মিমিমাল সাপোর্ট প্রাইস (MSP)।
মহাপঞ্চায়েতে ভাষণ দিতে গিয়ে রাকেশ টিকায়েত বলেন কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করেছে কেন্দ্র, কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের সঙ্গে কোনও রকম আলোচনা শুরু হয়নি। কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের সঙ্গে আলোচনা শুরু করে তাহলে তাঁরা আন্দোলনস্থল ছেড়ে বাড়ি ফিরে যেতে পারেন।
মোদী সরকারের বিরুদ্ধে কৃষক সম্প্রদায়ে বিভাজন তৈরি করার অভিযোগও করলেন রাকেশ টিকাইত।