জিএসটি কাউন্সিলের ৪৪-তম বৈঠকে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।বৈঠকে স্থির হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘অ্যামফোটেরিসিন বি’-র উপর থেকে জিএসটি তুলে নেওয়া হচ্ছে।এছাড়া ইলেকট্রিক ফার্নেস ও শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি ১২ শতাংশ করা হচ্ছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশে করোনার যে টিকা পাওয়া যাচ্ছে, সেগুলির উপর জিএসটি-র হারে কোনও বদল আনা হচ্ছে না। এখন যে ৫ শতাংশ জিএসটি আছে, সেটাই থাকছে। রেমডিসিভিরিরের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। করোনার চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাবের উপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। ওষুধ, অক্সিজেন, অক্সিজেন তৈরি ও সরবরাহ সংক্রান্ত সরঞ্জাম, করোনা পরীক্ষার কিট সহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামের উপর থেকেও জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে